বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ পদ্ধতিতে ২০২১-২২ শিক্ষাবর্ষে সম্মান প্রথম বর্ষ ভর্তি পরীক্ষায় ‘খ’ ইউনিট থেকে প্রথম স্থান অর্জন করেন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় চতুর্থ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘খ’ ইউনিটে হয়েছেন ৩৬তম। এবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ‘ঘ’ ইউনিটে মানবিক বিভাগে প্রথম স্থান অর্জন করলেন নোয়াখালীর চাটখিলের রাফিদ হাসান সাফওয়ান। এ পরীক্ষায় সাফওয়ান মোট ১০৫ দশমিক ৫ নম্বর পেয়েছেন।
রাফিদ হাসান সাফওয়ান নোয়াখালীর চাটখিল পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের মাওলানা রাকিব উদ্দিনের ছেলে। তিনি রাজধানীর ডেমরার দারুন্নাজাত সিদ্দিকিয়া কামিল মাদ্রাসা থেকে দাখিল ও আলিম পাস করেন। বাবা নোয়াখালীর চাটখিল উপজেলার হীরাপুর আলিম মাদ্রাসার আরবি প্রভাষক মাওলানা রাকিব উদ্দিন ও মা হোমিও চিকিৎসক কামরুন নাহার।