নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরের নবাবগঞ্জে মো. সালজার হোসেন (৪২) নামে এক পলাতক আসামিকে গ্রেপ্তার করে কারাগারে পাঠিয়েছে পুলিশ। গত শুক্রবার দিবাগত রাতে আদালতের গ্রেপ্তারি পরোয়ানামূলে নবাবগঞ্জ থানা-পুলিশ নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করে। সালজার উপজেলার পুটিমারা ইউনিয়নের আহমেদনগর গ্রামের আঃ আজিজ আহমেদের ছেলে।
নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফেরদৌস ওয়াহিদ জানান, সিআর মামলার আসামি সালজার হোসেন পলাতক ছিলেন। শুক্রবার রাতে তাঁকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে।