হোম > ছাপা সংস্করণ

হরিরামপুরে সরিষা নিয়ে শঙ্কা

হরিরামপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি

ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাবে হওয়া বৃষ্টির কারণে মানিকগঞ্জের হরিরামপুরে সরিষার ফলনে মারাত্মক ক্ষতির শঙ্কা দেখা দিয়েছে। বৃষ্টি আর বাতাসের কারণে উপজেলার অনেক জমির সরিষাগাছ নুয়ে পড়েছে। অনেক জায়গায় ঝরে গেছে সরিষা ফুল।

খোঁজ নিয়ে জানা যায়, গত শনিবার রাত থেকে কখনো গুঁড়ি গুঁড়ি বৃষ্টি আবার কখনো একটানা বৃষ্টি হচ্ছে। এতে চরাঞ্চলের লেছড়াগঞ্জ, আজিমনগর ও সুতালড়ি ইউনিয়নের অনেক কৃষকের জমির সরিষা গাছ নুয়ে পড়েছে। তাই সরিষার ফলন কেমন হবে, তা নিয়ে শঙ্কায় আছেন এ অঞ্চলের চাষিরা।

আজিমনগর ইউনিয়নের এনায়েতপুর গ্রামের কৃষক ঝিলু মোল্লা বলেন, ‘টানা বৃষ্টিতে সরিষা খেতের অধিকাংশ সরিষা গাছই মাটিতে নুয়ে পরেছে। এ অবস্থা চলতে থাকলে সরিষা আবাদে মারাত্মক ক্ষতি হবে।

একই এলাকার কৃষক রশিদ মোল্লা বলেন, ‘বৃষ্টির আর কুয়াশার যে অবস্থা, তাতে সরিষার ফলন কেমন হবে তা খুবই আতঙ্কে আছি।’

লেছড়াগঞ্জ ইউনিয়নের পাটগ্রাম গ্রামের কৃষক আতিয়ার রহমান বলেন, ‘পাঁচ বিঘা জমিতে সরিষা বুনেছি (চাষ করেছি)। হরিরামপুর চরাঞ্চলে প্রতিবছর বন্যা হয়। বন্যার কারণে জমিতে পলি পড়ে, ফলে রবি শস্য বিশেষ করে সরিষা বেশি ফলন হয়। কয়েক দিনের বৃষ্টিতে সরিষা ফুল ঝড়ে গেছে। গাছগুলো মাটিতে লুটিয়ে পড়েছে। সরিষা ফলন কেমন হবে তা নিয়ে খুবই চিন্তায় আছি।’

হরিরামপুর উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল গফ্ফার বলেন, ‘হরিরামপুর উপজেলায় এ বছর ৩ হাজার ৩৭৫ হেক্টর জমিতে সরিষার আবাদ হয়েছে। অনেক সরিষা খেত পানিতে নিমজ্জিত ও সরিষা গাছ নুয়ে পড়েছে বলেও জানতে পেরেছি। তবে কি পরিমাণ জমির সরিষা খেতে ক্ষতি হয়েছে, তা এখনো বলতে পারছি না।’

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ