সাংসদ হিসেবে আগামীকাল বৃহস্পতিবার শপথ নেবেন বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত। গত সোমবার রিটার্নিং কর্মকর্তা ও কুমিল্লার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা দুলাল তালুকদার বিষয়টি নিশ্চিত করেন।
এর আগে গত রোববার কুমিল্লা-৭ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্তকে, নির্বাচিত ঘোষণা করে গেজেট প্রকাশ করা হয়।
বিনা প্রতিদ্বন্দ্বিতায় বেসরকারিভাবে নির্বাচিত হওয়ার ছয় দিন পর নির্বাচন কমিশনের সচিব মো. হুমায়ূন কবীর খোন্দকার স্বাক্ষরিত এ গেজেট প্রকাশ করা হয়।
উল্লেখ্য, গত ৩০ জুলাই সাংসদ ও সাবেক ডেপুটি স্পিকার অধ্যাপক মো. আলী আশরাফ মারা যান। এতে কুমিল্লা-৭ আসন শূন্য ঘোষণা করে নির্বাচন কমিশন। ১৮ সেপ্টেম্বর দুই প্রার্থী তাঁদের প্রার্থিতা প্রত্যাহার করেন। এতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ডা. প্রাণ গোপাল দত্তকে নির্বাচিত ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা।