হোম > ছাপা সংস্করণ

শ্রীপুরে ২২ হাজার কোরবানির পশু, ভালো দামের আশা

গাজীপুরের শ্রীপুর উপজেলায় ঈদুল আজহায় কোরবানিযোগ্য গবাদিপশুর সংখ্যা প্রায় ২২ হাজার। এগুলোর মধ্যে গরুর সংখ্যা ১৫ হাজার; মহিষ, ভেড়া ও ছাগলের সংখ্যা প্রায় ৭ হাজার। উপজেলা প্রাণিসম্পদ অফিস সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোরবানি উপলক্ষে উপজেলার বিভিন্ন খামার এবং ব্যক্তি পর্যায়ে গরু, মহিষ, ছাগল ও ভেড়া পালন করা হয়। স্থানীয়ভাবে চিটাগাং রেট কেটল, সিন্ধি, শাহি ওয়াল, ফিজিয়ান, ব্রাহমা ও দেশি জাতের গরুসহ বিভিন্ন জাতের ছাগল, ভেড়া, মহিষ পালন করা হয়। উপজেলায় ৭১০টির বেশি পশুর খামার রয়েছে। এদের মধ্যে উল্লেখযোগ্য হলো ডিজাইন অ্যাগ্রো ফার্ম, ময়না ডেইরি ফার্ম, ফাইভ স্টার অ্যাগ্রো ফার্ম ও জিআর অ্যাগ্রো ফার্ম। এসব খামারে ঈদুল আজহার কোরবানির জন্য পশুর সংখ্যা প্রায় ২২ হাজার। এগুলোর মধ্যে খামারে রয়েছে ১১ হাজার ৭৪৭টি গরু। ব্যক্তিপর্যায়ে পালিত গরু রয়েছে ৩ হাজারের বেশি। এ ছাড়া ৭ হাজারের বেশি মহিষ, ভেড়া ও ছাগল রয়েছে।

খামারিদের সঙ্গে কথা বলে জানা গেছে, গত দুই বছর করোনার কারণে ভালো দাম পাননি। এবার ভালো দাম পাবেন বলে আশা তাঁদের।

উপজেলার টেংরা গ্রামের ডিজাইন অ্যাগ্রো ফার্মের মালিক রাজিউল হাসান বলেন, গত দুই বছর করোনার কারণে লাভের মুখ দেখতে পারেননি গরুর খামারিরা। এবার গোখাদ্যের দাম বাড়তি থাকায় লাভ কম হতে পারে। এ ছাড়া শ্রমিকের মজুরিও এবার বেশি। ফলে লাভের অংশ নানাভাবে কমে যাবে।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. রুকনুজ্জামান পলাশ জানান, উপজেলায় বিভিন্ন খামার এবং ব্যক্তি পর্যায়ে ২২ হাজার কোরবানির পশু রয়েছে। নিয়মিত ফার্ম পরিদর্শন করে খোঁজখবর রাখছেন। আর লাম্পি স্কিন ডিজিজ একধরনের ভাইরাসজনিত রোগ। কয়েক দিন চিকিৎসা দিলে সেরে যায়। এ নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ