সংরক্ষিত আসনের সাংসদ ও ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা আওয়ামী লীগের এক নম্বর যুগ্ম আহ্বায়ক উম্মে ফাতেমা নাজমা বেগম শিউলি আজাদ সড়ক দুর্ঘটনায় অল্পের জন্য রক্ষা পেয়েছেন।
গত বুধবার রাতে রাজধানী ঢাকা যাওয়ার পথে ঢাকা-সিলেট মহাসড়কের নারায়ণগঞ্জের আড়াইহাজারে দূর্ঘটনার শিকার হন তিনি। জাতীয় সংসদ সদস্যকে বহনকারী গাড়িটির সামনের অংশ দূর্ঘটনায় দুমড়ে মুচড়ে গেলেও অক্ষত আছেন উম্মে ফাতেমা নাজমা বেগম শিউলি আজাদ।
সামাজিক যোগাযোগমাধ্যম (ফেসবুক)-এ নিজের ভেরিফায়েড আইডিতে উম্মে ফাতেমা নাজমা বেগম শিউলি আজাদ লিখেন, ‘আল্লাহর অশেষ মেহেরবানিতে ও আপনাদের দোয়ায় অল্পের জন্য বেঁচে গিয়েছি। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন।’
এই ব্যাপারে উম্মে ফাতেমা নাজমা বেগম শিউলি আজাদের সহকারি একান্ত সচিব (এপিএস) সংকর রায় গতকাল বৃহস্পতিবার দূর্ঘনার সত্যতা নিশ্চিত করে জানান, সৃষ্টিকর্তা অশেষ কৃপায় তিনি বেচেঁ গেছেন।