হোম > ছাপা সংস্করণ

একই পরিবার থেকে দুই সদস্য প্রার্থী

কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি

ঝিনাইদহের কোটচাঁদপুরে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে একই পরিবার থেকে দুই প্রার্থী অংশ নিচ্ছেন। তাঁদের মধ্যে একজন সদস্য পদে, অন্যজন সংরক্ষিত মহিলা ইউপি সদস্য পদে। জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী ওই দুই প্রার্থী।

তফসিল অনুযায়ী ২৮ নভেম্বর কোটচাঁদপুর উপজেলার ৫টি ইউপিতে নির্বাচন হবে। এ নির্বাচনে ১৬৯ জন সদস্য ও ৪৯ জন সংরক্ষিত মহিলা প্রার্থী রয়েছেন। এর মধ্যে এলাঙ্গী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড থেকে সদস্য পদে টিউবওয়েল প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নিচ্ছেন সুশীল সিংহ। এখানে মোট ভোট রয়েছে ১ হাজার ৫৫০ টি। অন্যদিকে একই ইউপির সাত, আট ও নয় নম্বর ওয়ার্ডে সংরক্ষিত মহিলা পদে নির্বাচন করছেন সরস্বতী সিংহ। তিনি লড়ছেন তালগাছ প্রতীক নিয়ে। এ তিন ওয়ার্ডে মোট ভোট রয়েছে ৫ হাজার ৫০০ টি। এর মধ্যে ২ হাজার ৭৫৪ জন পুরুষ ভোটার ও মহিলা ভোটার রয়েছেন ২ হাজার ৭৪৬ জন।

স্থানীয় সূত্রে জানা গেছে, সুশীল সিংহ ২০০৩ সালে সদস্য পদে নির্বাচিত হয়েছিলেন।

সুশীল সিংহ বলেন, ‘আমরা একই পরিবার থেকে দুজন প্রার্থী হয়েছি। সরস্বতী আমার চাচাতো ভাইয়ের স্ত্রী। একই পরিবার থেকে দুজন প্রার্থী হলেও ভিন্ন পদ হওয়ায় ভোটে তেমন কোনো প্রভাব পড়ছে না।’

সরস্বতী সিংহ বলেন, ‘ সুশীল সদস্য পদে আর আমি সংরক্ষিত মহিলা ইউপি সদস্য পদে নির্বাচন করায় কোনো প্রভাব পড়ছে না।’

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ