কলকাতা প্রতিনিধি
অনুপ্রবেশের অভিযোগে ভারতের পশ্চিমবঙ্গে ১৭ বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে পুলিশ। উত্তরপ্রদেশ পুলিশের জঙ্গি দমন ইউনিটকে সঙ্গে নিয়ে কলকাতা পুলিশ গত রোববার রাতে দক্ষিণ কলকাতার আনন্দপুরে অভিযান চালিয়ে ওই ১৭ জনকে গ্রেপ্তার করেছে।
কলকাতা পুলিশ বলেছে, গ্রেপ্তারকৃত ব্যক্তিদের কাছ থেকে ভারতীয় জাল পরিচয়পত্র ও নাগরিকত্বের জাল সনদ জব্দ করা হয়েছে। তাঁরা জানিয়েছেন, তাঁদের বাড়ি বাংলাদেশের মুন্সিগঞ্জে। ওই ১৭ বাংলাদেশিকে বিদেশে চাকরি দেওয়ার কথা বলে ভারতে নিয়ে যান মাহফুজুর রহমান নামের এক ভারতীয়। তাঁকে আগেই গ্রেপ্তার করেছে পুলিশ।