হোম > ছাপা সংস্করণ

নিখোঁজ দুই নৈশপ্রহরীর লাশ মিলল কারখানাতেই

বগুড়া প্রতিনিধি

বগুড়ায় দুই দিন ধরে নিখোঁজ থাকা দুজনের লাশ উদ্ধার করেছে পুলিশ। তাঁরা বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনের (বিসিক) বগুড়া শিল্পনগরীর মেসার্স মাছু অ্যান্ড সন্স ইন্ডাস্ট্রিজের নৈশপ্রহরী ছিলেন।

গতকাল শুক্রবার বেলা তিনটার দিকে কারখানার একটি পানির হাউস থেকে তাঁদের লাশ উদ্ধার করা হয়। তাঁরা হলেন ৬০ বছর বয়সী আব্দুল হান্নান ও ৪০ বছর বয়সী মো. সামছু। তাঁদের মাথার পেছনে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। এ তথ্য নিশ্চিত করেন বগুড়ার ফুলবাড়ী পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. সুজন মিয়া।

পুলিশ কর্মকর্তা জাহিদুল হক বলেন, ‘হান্নান ও সামছু বৃহস্পতিবার সকাল থেকে নিখোঁজ ছিলেন। গতকাল কারখানার ভেতর তাঁদের মরদেহ পাওয়া গেছে। দুজনের মাথার পেছনে আঘাতের চিহ্ন আছে। লাশ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডের কারণ জানা যায়নি।’

নিহত সামছুর স্ত্রী বলেন, বুধবার রাতে ভাত নিয়ে ডিউটিতে আসেন সামছু। তারপর আর বাড়ি ফেরেননি।

কারখানার অন্যতম পরিচালক সাজ্জাদুর রহমান বলেন, ‘গত বৃহস্পতিবার সকালে আমার মোবাইলে হান্নানের নম্বর থেকে পাঁচ লাখ টাকা মুক্তিপণ চেয়ে মেসেজ আসে। তাঁরা নীলফামারীতে টাকা নিয়ে যেতে বলেন। আমি বিকাশ নম্বর চাই। এরপর থানায় জিডি করি। ম্যাসেজ পাওয়ার পর থেকে আমরা কারখানার ভেতরে খুঁজতে থাকি। তারপর পানির হাউস থেকে লাশ পাই।’

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ