হোম > ছাপা সংস্করণ

মাটি কাটার প্রতিবাদে এক্সকাভেটর ভাঙচুর

সিঙ্গাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি

মানিকগঞ্জের সিঙ্গাইরে ফসলি জমির মাটি কাটায় দুটি এক্সকাভেটর এবং একটি ট্রাক ভাঙচুর করেছে বিক্ষুব্ধ জনতা। গতকাল শুক্রবার দুপুরে উপজেলার জামির্ত্তা ইউনিয়নের হাতনি চকে এ ঘটনা ঘটে। এর আগে একই জমিতে মাটি কাটায় স্থানীয় বাসিন্দারা একটি এক্সকাভেটর পুড়িয়ে দিয়েছিলেন।

জানা গেছে, উপজেলার জামির্ত্তা ইউনিয়নের পানিশাইল গ্রামের মো. সেলিম ওরফে সলিমুদ্দিন তাঁর ২৫০ শতাংশ ফসলি জমিতে মৎস্য খামারের সিদ্ধান্ত নেন। ওই জমির মাটি কেনেন জামির্ত্তা এলাকার সিরাজুল হক ও রাশেদ নামে দুই মাটি ব্যবসায়ী। গত ১৪ মার্চ রাতে হাতনি চকের ওই জমি থেকে মাটি কেটে রাস্তা তৈরি করছিলেন তাঁরা। ওই রাতে হাতনি এলাকার বিক্ষুব্ধ জনতা মাইকিং করে একত্রিত হয়ে একটি এক্সকাভেটরে আগুন ধরিয়ে দেন।

পরে মাটি ব্যবসায়ী এ ঘটনায় একটি মামলা করেন। কয়েক দিন ধরে একই জমিতে আবার মাটি কাটা শুরু করেন মাটি ব্যবসায়ীরা। গতকাল দুপুরে জামির্ত্তা মাদ্রাসার ছাত্র-শিক্ষকসহ এলাকার অর্ধশতাধিক মানুষ দুটি এক্সকাভেটর ও একটি ট্রাক ভাঙচুর করেন।

সিঙ্গাইর থানার ওসি সফিকুল ইসলাম মোল্লা বলেন, ‘এক্সকাভেটর ও ট্রাক ভাঙচুরের বিষয়টি শুনেছি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ