হোম > ছাপা সংস্করণ

স্বাস্থ্য কমপ্লেক্সে গাইনি চিকিৎসক নেই দুই বছর

মনিরামপুর প্রতিনিধি

মনিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গাইনি চিকিৎসক সংকটে রয়েছে গত দুই বছর ধরে। এতে গর্ভবতী নারীর সিজারে (অস্ত্রোপাচার) দেখা দিয়েছে নানা জটিলতা ও ভোগান্তি। গেল দুমাস আগে একজন অ্যানেসথেসিয়া চিকিৎসক নিয়োগ দেয় স্বাস্থ্য অধিদপ্তর। তিনিও বর্তমানে ছুটিতে থাকায় হাসপাতালে বন্ধ রয়েছে সিজার।

জানা গেছে, কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের গাইনি চিকিৎসক ফারহানা শবনমকে সপ্তাহে তিনদিন দায়িত্ব দিয়ে এ হাসপাতালে পাঠান যশোরের সিভিল সার্জন ডা. শেখ আবু শাহিন।

তখন থেকে সপ্তাহে দুইদিন নিয়মিত হাসপাতালে গর্ভবতীর সিজার চালু হয়। হঠাৎ করে গত ৮ নভেম্বর থেকে আবারো সিজার কার্যক্রম বন্ধ হয়ে যায় এ হাসপাতালে। গেল দুই সপ্তাহে এখানে কোনো সিজার হয়নি। ফলে সিজারের রোগী নিয়ে বিপাকে পড়েছেন স্বজনরা। বাধ্য হয়ে তাঁদের রোগী নিয়ে বেসরকারি ক্লিনিক বা যশোর সদর হাসপাতালে ছুঁটতে হচ্ছে।

হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, গাইনি চিকিৎসক ফারহানা শবনমের স্বামী অসুস্থ হয়ে ভারতে চিকিৎসা নিতে গেছেন। তাই ছুটি নিয়ে ডা. শবনম স্বামীর সঙ্গে গেছেন। তবে তিনি কবে ফিরবেন সেটা নির্দিষ্ট করে বলতে পারেনি হাসপাতাল কর্তৃপক্ষ।

খোঁজ নিয়ে জানা গেছে, মনিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গত মাসে ৯ জন গর্ভবতীর সিজার হয়েছে। চলতি মাসের ২ তারিখ চারটি, ৩ তারিখ দুটি ও সর্বশেষ ৮ তারিখ তিনটি সিজার হয়। এরপর আর কোনো সিজার হয়নি।

উপজেলার মাহমুদকাটি গ্রামের হাসান আলী বলেন, ‘কয়দিন আগে আমার স্ত্রী শিউলি বেগমকে সিজার করাব বলে মনিরামপুর হাসপাতালে যাই। নার্সরা বলল হাসপাতালে সিজার বন্ধ। পরে তাঁকে যশোর সদর হাসপাতালে নিয়ে সিজার করাইছি।’

তিনি আরও বলেন, ‘জেলা শহরে নিয়ে সিজার করানো খরচ বেশি। যাওয়া আসা সমস্যা। মনিরামপুরে করাতে পারলে ভাল হত।’

মনিরামপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শুভ্রা রানী দেবনাথ বলেন, ‘কেশবপুর হাসপাতালের গাইনি চিকিৎসক ফারহানা শবনম তিনদিন এখানে আসতেন। তিনি দুদিন সিজার করতেন। একদিন রোগী দেখতেন। তাঁর স্বামী অসুস্থ হওয়ায় তিনি ছুটি নিয়ে স্বামীর সাথে ভারতে গেছেন। এ কারণে আপাতত সিজার বন্ধ আছে।’

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ