নরসিংদীতে আবির নামে এক এইচএসসি পরীক্ষার্থীকে ট্রাক থেকে ফেলে হত্যার প্রতিবাদ ও বিচার চেয়ে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। গতকাল রোববার দুপুরে প্রেস ক্লাবের সামনে সরকারি কলেজের এইচএসসি পরীক্ষার্থী ও শিক্ষার্থীরা এ মানববন্ধন করে। পরে বিক্ষোভ মিছিল নিয়ে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেয় তারা।
মানববন্ধনে শিক্ষার্থী ও নিহতের স্বজনেরা জানান, শিবপুর উপজেলার আলিয়াবাদ গ্রামের বংশিরদিয়া এলাকার মৃত বাচ্চু মিয়ার ছেলে এইচএসসি পরীক্ষার্থী মাহমুদুল হাসান আবির (২২)। বাবার মৃত্যুর পর সংসারের হাল ধরতে পড়াশোনার পাশাপাশি ট্রাকের হেলপার হিসেবে কাজ করতেন। গত মঙ্গলবার সন্ধ্যায় তাঁকে ফোন করে ডেকে নেন ট্রাকচালক কাউসার। পরে কথা-কাটাকাটির জের ধরে আবিরকে ট্রাক থেকে লাথি দিয়ে ফেলে দেন। এতে গুরুতর আহত অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল নিয়ে যান স্বজনেরা। পরদিন বুধবার মাথায় অস্ত্রোপচার করা হলে অতিরিক্ত রক্তক্ষরণে মারা যান আবির।
এদিকে এ ঘটনার সিসিটিভি ফুটেজ সংরক্ষণ ও লাশের ময়নাতদন্ত হলেও পুলিশ এখনো মামলা নেয়নি বলে অভিযোগ পরিবারের। সুষ্ঠু তদন্তের মাধ্যমে আবির হত্যার বিচারের দাবিতে মানববন্ধন করে সহপাঠীরা। মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিলসহ বিচারের দাবি জানিয়ে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেওয়া হয়।