টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
কক্সবাজারের টেকনাফের শালবাগান রোহিঙ্গা শিবিরে পৃথক অভিযান চালিয়ে ১৪ হাজার ৬০০ ইয়াবা জব্দ করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। এ সময় এক রোহিঙ্গাকে গ্রেপ্তার করা হয়।
গতকাল বুধবার ভোর ও দুপুরে হ্নীলা ইউনিয়নের শালবাগান রোহিঙ্গা শিবিরে অভিযান চালিয়ে ইয়াবা জব্দ ও তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার রোহিঙ্গার নাম মো. ইসলাম (৩২)।
১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়নের এসপি মোহাম্মদ তারিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।