হালুয়াঘাটের পৌর শহরের উত্তর বাজার এলাকায় একটি খড়ের গাদায় আগুন লাগার ঘটনা ঘটেছে। পরে ফায়ার সার্ভিস টিম খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে প্রায় ১০ হাজার টাকা মূল্যের খড় আগুনে পুড়েছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের কর্মকর্তারা।
ক্ষতিগ্রস্ত ওই ব্যক্তির নাম নজরুল ইসলাম। তার বাড়ি পৌরশহরের মনিকুড়া এলাকায়। গতকাল রোববার সকাল ১০টার দিকে এই ঘটনা ঘটে।
এলাকাবাসী, ক্ষতিগ্রস্ত পরিবার ও ফায়ার সার্ভিস কর্মকর্তা সূত্রে জানা গেছে, নতুন আমন ধান মাড়াই করা খড় রাখা হয়েছিল বাড়ির উঠানে। এতে অসাবধানতাবশত কেউ বিড়ি-সিগারেট ফেলে রেখে চলে যায়। পরে আগুন সম্পূর্ণ গাদায় লেগে গেলে টের পেয়ে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়।
খবর পেয়ে ফায়ার সার্ভিস সকাল ১০টার দিকে ঘটনাস্থলে পৌঁছে দীর্ঘ এক ঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে বসতবাড়ির তেমন ক্ষতি না হলেও প্রায় খড় পুড়ে যায়।
এ বিষয়ে ফায়ার সার্ভিসের দলনেতা মোহাম্মদ ওমর খাইয়ম বলেন, আমরা খবর পেয়ে সকাল ১০টা ৭ মিনিটে পৌঁছাই। প্রায় এক ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে কেউ অসাবধানতাবশত বিড়ি ফেলে গিয়েছিল। এতে আগুন লাগতে পারে।