হোম > ছাপা সংস্করণ

বাগেরহাটে কমিউনিটি পুলিশিং ডে উদ্‌যাপন

বাগেরহাট প্রতিনিধি

কমিউনিটি পুলিশিং ডে-২০২১ উপলক্ষে বাগেরহাটে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা পুলিশ ও কমিউনিটি পুলিশিং সমন্বয় কমিটির যৌথ আয়োজনে গতকাল শনিবার দুপুরে বাগেরহাট শেখ হেলাল উদ্দিন কাবাডি স্টেডিয়ামে এ আলোচনা সভা হয়। এতে পুলিশ সুপার কে এম আরিফুল হক প্রধান অতিথি ছিলেন।

সভায় অতিরিক্ত পুলিশ সুপার মো. আছাদুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার মো. মিজানুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. মাহমুদ হাসান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নাজমুল হাসান, মোংলা উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু তাহের হাওলাদার, কমিউনিটি পুলিশিং জেলা সমন্বয় কমিটির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ আলম টুকু, বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম আজিজুল ইসলাম, বাগেরহাট সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ আক্তারুজ্জামান বাচ্চু, পৌর আওয়ামী লীগের সভাপতি শেখ বশিরুল ইসলাম, পৌর কাউন্সিলর রেজাউর রহমান মন্টু প্রমুখ বক্তব্য দেন।

বক্তারা বলেন, কমিউনিটি পুলিশিং এর মূল স্লোগান হচ্ছে 'পুলিশই জনতা, জনতাই পুলিশ'। এই স্লোগান নিয়ে বাংলাদেশকে জঙ্গি ও সন্ত্রাসমুক্ত রাখার জন্য সবাইকে সঙ্গে নিয়ে পুলিশ কাজ করে যাচ্ছে। কমিউনিটি পুলিশিং কার্যক্রমের মাধ্যমে সাধারণ মানুষের মধ্য থেকে পুলিশ ভীতি দূর হয়েছে। বাগেরহাটকে একটি সুন্দর মাদক ও সন্ত্রাসমুক্ত জেলা গঠনে আরও সক্রিয়ভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তাঁরা।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ