হোম > ছাপা সংস্করণ

কারখানার ছুটি শেষে বাসায় ফেরা হলো না

সাভার (ঢাকা) প্রতিনিধি

ঢাকার সাভারের আশুলিয়ায় কারখানার ছুটি শেষে বাসায় ফেরার পথে বাসের চাপায় আনিছুর রহমান (৩৬) নামের এক পোশাকশ্রমিক নিহত হয়েছেন। গতকাল শনিবার সন্ধ্যায় নবীনগর-চন্দ্রা মহাসড়কের আশুলিয়ার এলাকার নতুন ডিইপিজেডের সামনে এ ঘটনা ঘটে। এ ঘটনায় দুর্ঘটনা কবলিত বাসটি জব্দ ও বাসের চালককে আটক করেছে পুলিশ।

নিহত আনিছুর রহমান সিরাজগঞ্জের রায়গঞ্জ থানার বাসুরিয়া গ্রামের সাবের আলীর ছেলে। তিনি বাইপাইল এলাকায় ভাড়া থেকে নতুন ইপিজেডের কুইং সাউথ নামের একটি পোশাক কারখানায় কাজ করতেন।

আটক বাসের চালকের নাম গোপনাথ রাজবংশী। তিনি রাজধানীর দারুসসালাম থানার টোটবাড়ি এলাকার মৃত পরেশ রাজবংশীর ছেলে। দীর্ঘদিন ধরে দূরপাল্লার পরিবহনের চালক হিসেবে কাজ করছিলেন গোপনাথ।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানায়, নিহত আনিছুর কাজ শেষে ভ্যানে করে যাওয়া পথে নাবিল পরিবহনের বাসের ধাক্কায় ভ্যান থেকে পড়ে যান। এ সময় নাবিল পরিবহনের ওই বাসটি তাঁকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই নিহত হন আনিছুর।

খবর পেয়ে আশুলিয়া থানা-পুলিশ বাসটি জব্দ করে এর চালককে আটক করে থানায় নিয়ে যায়। একই সঙ্গে নিহত আনিছুরের মরদেহ উদ্ধার হয়।

আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) আসওয়াদুর রহমান বলেন, খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে দুর্ঘটনাকবলিত বাসটি জব্দ ও এর চালককে আটক করা হয়েছে। নিহতের পরিবারকে খবর দেওয়া হয়েছে। তাদের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ