হোম > ছাপা সংস্করণ

নারী নির্যাতন বন্ধে সচেতনতা জরুরি

বান্দরবান প্রতিনিধি

বিশ্বব্যাপী নারী ও মেয়েদের প্রতি সহিংসতা প্রতিরোধ ও নির্মূলের কৌশল সম্পর্কে নারীদের আরও সচেতন করতে হবে বলেছেন বান্দরবানের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সুরাইয়া আক্তার সুইটি।

গতকাল বৃহস্পতিবার সকালে আন্তর্জাতিক নারী পক্ষ উপলক্ষে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জেলা প্রশাসন ও জেলা মহিলা বিষয়ক অধিদপ্তর এর আয়োজন করে। এ উপলক্ষে সকালে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে একটি র‍্যালি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে শেষ হয়। পরে জেলা প্রশাসক কার্যালয় চত্বরের সম্প্রীতি মঞ্চে সমাবেশ অনুষ্ঠিত হয়।

‘নারী নির্যাতন বন্ধ করি, কমলা রঙের বিশ্ব গড়ি’ প্রতিপাদ্যে বান্দরবানে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ অনুষ্ঠিত হচ্ছে। এ উপলক্ষে অনুষ্ঠিত র‍্যালিতে ব্যানার ও ফেস্টুন হাতে নিয়ে বিভিন্ন সংগঠনের নারীরা অংশ নেন।

সমাবেশে ম্যাজিস্ট্রেট সুরাইয়া আক্তার আরও বলেন, ‘নারীদের আত্মনির্ভরশীল হওয়ার মানসিকতা তৈরি করতে হবে; অন্যায়, নির্যাতনের প্রতিবাদ করার সাহস অর্জন করতে হবে। তাহলে নারীরা নির্যাতনের হাত হতে সত্যিকার অর্থে রক্ষা পাবেন।’

জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক আতিয়া চৌধুরীর সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন শৈলপ্রপাত নারী কল্যাণ সমিতির সভানেত্রী রুপালী বড়ুয়াসহ বিভিন্ন নারী সংগঠনের কিশোরী ও নারী নেত্রীরা।

আতিয়া চৌধুরী জানান, বিশ্বের সঙ্গে তাল রেখে দেশে প্রতিবছর ২৫ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর পর্যন্ত নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে ১৬ দিনব্যাপী সচেতনতামূলক কর্মসূচি পালিত হচ্ছে। ১৯৯১ সালে উইমেন্স গ্লোবাল লিডারশিপ ইনস্টিটিউটে অধিকারকর্মীদের উদ্যোগে এর সূচনা হয়েছিল।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ