জামালপুরের মাদারগঞ্জে ইউপি সদস্য আনিছ তরফদারকে মামলা দিয়ে হয়রানির অভিযোগ উঠেছে। নির্বাচনে পরাজিত প্রার্থী সাইফুল ইসলাম তাঁর বিরুদ্ধে জমি ক্রয় নিয়ে একটি মামলা করেন। এ নিয়ে জাড়খালি ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ওই সদস্যের অভিযোগ নির্বাচনে হারার ক্ষোভে তাঁর বিরুদ্ধে মামলা দিয়েছে সাইফুল।
এজাহারে বলা হয়, আনিছের কাছ থেকে জমি ক্রয় করার উদ্দেশ্যে সাইফুল ইসলাম ও মিরাজ দুজনে ৫ লাখ টাকা করে বায়না দেন। আনিছ স্বাক্ষর করা একটি অঙ্গীকারনামা সাইফুলের হাতে তুলে দেন। পরে নির্বাচনের পর বাকি টাকা দিয়ে জমি রেজিস্ট্রি করতে চাইলে তিনি জমি দিতে অস্বীকার করেন।
এ ব্যাপারে আনিছ তরফদার বলেন, ‘২০১৬ সালের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আমার কাছে হেরে যান সাইফুল। পরাজিত হওয়ার পর থেকে তিনি আমার বিরুদ্ধে নানা রকম মিথ্যা অপবাদ ছড়াচ্ছেন। এ ছাড়া আমাকে হয়রানি করতে বিভ্রান্তিকর তথ্য দিয়ে আমার বিরুদ্ধে আদালতে অভিযোগ দিয়েছেন। আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল। আদালতেই এর সত্যতা প্রমাণ হবে।’
এ ব্যাপারে ওই ইউপি চেয়ারম্যান ফরিদুল ইসলাম বলেন, ‘আনিছ পরিষদের একজন প্যানেল চেয়ারম্যান। ৫ বছরে তাঁর বিরুদ্ধে কোনো অভিযোগ শুনি নাই। শুনছি তাঁর বিরুদ্ধে একটি মামলা করছে সাইফুল। বিষয়টি খুবই দুঃখ জনক।’