হোম > ছাপা সংস্করণ

ইউপি সদস্যকে হয়রানির অভিযোগ

মাদারগঞ্জ (জামালপুর) প্রতিনিধি

জামালপুরের মাদারগঞ্জে ইউপি সদস্য আনিছ তরফদারকে মামলা দিয়ে হয়রানির অভিযোগ উঠেছে। নির্বাচনে পরাজিত প্রার্থী সাইফুল ইসলাম তাঁর বিরুদ্ধে জমি ক্রয় নিয়ে একটি মামলা করেন। এ নিয়ে জাড়খালি ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ওই সদস্যের অভিযোগ নির্বাচনে হারার ক্ষোভে তাঁর বিরুদ্ধে মামলা দিয়েছে সাইফুল।

এজাহারে বলা হয়, আনিছের কাছ থেকে জমি ক্রয় করার উদ্দেশ্যে সাইফুল ইসলাম ও মিরাজ দুজনে ৫ লাখ টাকা করে বায়না দেন। আনিছ স্বাক্ষর করা একটি অঙ্গীকারনামা সাইফুলের হাতে তুলে দেন। পরে নির্বাচনের পর বাকি টাকা দিয়ে জমি রেজিস্ট্রি করতে চাইলে তিনি জমি দিতে অস্বীকার করেন।

এ ব্যাপারে আনিছ তরফদার বলেন, ‘২০১৬ সালের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আমার কাছে হেরে যান সাইফুল। পরাজিত হওয়ার পর থেকে তিনি আমার বিরুদ্ধে নানা রকম মিথ্যা অপবাদ ছড়াচ্ছেন। এ ছাড়া আমাকে হয়রানি করতে বিভ্রান্তিকর তথ্য দিয়ে আমার বিরুদ্ধে আদালতে অভিযোগ দিয়েছেন। আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল। আদালতেই এর সত্যতা প্রমাণ হবে।’

এ ব্যাপারে ওই ইউপি চেয়ারম্যান ফরিদুল ইসলাম বলেন, ‘আনিছ পরিষদের একজন প্যানেল চেয়ারম্যান। ৫ বছরে তাঁর বিরুদ্ধে কোনো অভিযোগ শুনি নাই। শুনছি তাঁর বিরুদ্ধে একটি মামলা করছে সাইফুল। বিষয়টি খুবই দুঃখ জনক।’

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ