আদি বাসস্থান থেকে কয়েক হাজার মাইল দূরে যুক্তরাষ্ট্রের গ্রেট প্যাসিফিক গার্বেজ প্যাচে প্লাস্টিক ধ্বংসাবশেষের ওপর ছোট কাঁকড়া ও অ্যানিমোনসহ (জেলিফিশ জাতীয় সামুদ্রিক জীব) উপকূলীয় অণুজীবের এক সমৃদ্ধ সম্প্রদায়ের খোঁজ পেয়েছেন বিজ্ঞানীরা। গত সোমবার নেচার ইকোলজি অ্যান্ড ইভুলেশন জার্নালে প্রকাশিত নতুন এক গবেষণার বরাত দিয়ে গতকাল মঙ্গলবার সিএনএনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
গবেষকেরা একটি বিষয় উন্মোচন করেছেন তা হলো, যেসব প্লাস্টিক অনেক বছরজুড়ে সাগরে ভাসমান অবস্থায় রয়েছে, সেসব প্লাস্টিক আবর্জনার ওপর কয়েক ডজন উপকূলীয় অমেরুদণ্ডী প্রাণী বেঁচে থাকতে এবং প্রজনন কর্মকাণ্ড চালিয়ে যেতে সক্ষম হয়।
গবেষণা প্রতিবেদনের প্রধান লেখক ও ন্যাশনাল ইনস্টিটিউট অব ফুড অ্যান্ড অ্যাগ্রিকালচারের সায়েন্স ফেলো লিনসে হারেম বলেন, ‘আমরা ৭০ শতাংশ প্লাস্টিক বর্জ্যের ওপর কিছু উপকূলীয় প্রাণীকে বেঁচে থাকতে দেখেছি।’
হারেম ও তাঁর সহকর্মীরা ২০১৮ সালের নভেম্বর ও ২০১৯ সালের জানুয়ারির মধ্যে গ্রেট প্যাসিফিক গার্বেজ প্যাচে সম্পূর্ণ অনুপযুক্ত পরিবেশে থাকা ১০৫টি প্লাস্টিক বর্জ্য পরীক্ষা করেছেন। তাঁরা ওই সব প্লাস্টিকের ওপর বেঁচে থাকতে সক্ষম এমন ৪৮৪টি সামুদ্রিক অমেরুদণ্ডী জীব-অণুজীব চিহ্নিত করেছেন। সেগুলো ছিল ৪৬টি ভিন্ন প্রজাতির এবং এগুলোর ৮০ শতাংশ স্বাভাবিক উপকূলীয় প্রতিবেশে পাওয়া গেছে।