পটুয়াখালীর কলাপাড়ায় দক্ষিণ লোন্দা বুধবাড়িয়া বাজার চাইনিজ বার ফুটবল টুর্নামেন্ট-২০২১ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার বিকেল চারটায় ধানখালী ইউনিয়ন পরিষদের (ইউপি) আরপিসিএল ১৩২০ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র আবাসনের মাঠে এ ফাইনাল অনুষ্ঠিত হয়। জমজমাট এ টুর্নামেন্টের ফাইনাল খেলার উদ্বোধন করেন ধানখালী ইউপি চেয়ারম্যান রিয়াজ উদ্দিন তালুকদার। টুর্নামেন্ট কমিটির সভাপতি গাজী হুমায়ুন কবিরের সভাপতিত্বে উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি শাহাজাদা পারভেজ টিনু মৃধা, আরপিসিএল পুলিশ ইন্সপেক্টর মো. শাহ আলম, গাজী মো. হান্নান, গাজী রাইসুল ইসলাম রাজিব, মো. ফিরোজ তালুকদার প্রমুখ।
খেলা পরিচালনা করেন কলাপাড়া থেকে আসা জাতীয় ক্রীড়া সংস্থার সনদপ্রাপ্ত রেফারি মো. জামাল আকন। সহযোগী রেফারির দায়িত্ব পালন করেন মো. হেলাল উদ্দিন। ভাষ্যকার ছিলেন রাশেদ মোশাররফ কল্লোল।
এর আগে ১৬টি দলের অংশগ্রহণে গত ৫ সেপ্টেম্বর টুর্নামেন্টের শুরু হয়। বুধবারের ফাইনাল খেলাটি ফুলতলী আরাফাত নাইন স্টার এবং দাশের হাওলা একাদশের মধ্যে অনুষ্ঠিত হয়। খেলার নির্ধারিত সময়ে গোলশূন্য ড্র হলে টাইব্রেকারে ৫–৪ গোলে ফুলতলী আরাফাত নাইন স্টার দল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব লাভ করে। অসাধারণ ক্রীড়া নৈপূণ্য দেখিয়ে ফাইনাল খেলায় ম্যাচসেরার পুরস্কার লাভ করেন ফুলতলী আরাফাত নাইন স্টার দলের নাইজেরিয়ান অতিথি খেলোয়াড় ডেভিড।