ঝিনাইদহের কালীগঞ্জে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে মাষকলাই প্রণোদনা কর্মসূচির আওতায় ২০২১-২২ অর্থ বছরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনা মূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে।
বীজ ও সার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঝিনাইদহ ৪ আসনের জাতীয় সাংসদ আনোয়ারুল আজীম আনার।
গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় কালীগঞ্জ উপজেলা কৃষি অফিস চত্বরে বীজ ও সার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া জেরিন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কালীগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শিবলী নোমানী, শাহনাজ পারভীন, উপজেলা কৃষি অফিসার শিকদার মোহায়ামেন আক্তার, সোনার বাংলা ফাউন্ডেশনের শিবুপদ বিশ্বাস প্রমুখ।
অনুষ্ঠানের কালীগঞ্জ উপজেলার বিভিন্ন গ্রামের ১২৫ জন চাষিকে ৫ কেজি মাষকলাই বীজ, ১০ ডিএমপি সার ও ৫ কেজি এমপিও সার প্রদান করা হয়।