গফরগাঁওয়ে আন্তজেলা ডাকাত দলের সদস্য রায়হানকে (৪৮) গ্রেপ্তার করেছে পাগলা থানার পুলিশ। গত বুধবার রাতে উপজেলার পাগলা থানা এলাকার ত্রিমোহনী থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত রায়হান পাগলা থানার বেলদিয়া গ্রামের আব্দুর রশিদ খোকা মিয়ার ছেলে।
থানা সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল বুধবার রাতে অভিযান চালায়। এ সময় ত্রিমোহনী এলাকা থেকে রায়হানকে গ্রেপ্তার করা হয়। তাঁর নামে হত্যা, ডাকাতি, অস্ত্র, ডাকাতির প্রস্তুতিসহ প্রায় ১২টি মামলা রয়েছে। এসব মামলার পাঁচটি গ্রেপ্তারি পরোয়ানা মুলতবি আছে।
গ্রেপ্তার রায়হানকে গতকাল বৃহস্পতিবার সকালে আদালতের মাধ্যমে ময়মনসিংহ জেলহাজতে প্রেরণ করা হয়।
পাগলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাশেদুজ্জামান বলেন, ‘রায়হান পাগলা এলাকার আলোচিত ইলিয়াস হত্যা মামলার আসামি। তিনি টাকার বিনিময়ে মানুষ হত্যা করতেন।’