গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে ইয়াবা সরবরাহ করতে গেলে নয়ন রাজ (২২) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গত সোমবার রাতে এ ঘটনা ঘটে। গ্রেপ্তার নয়ন গাজীপুর মহানগরীর মৈরান এলাকার বাসিন্দা।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সিদ্দিক জানান, সোমবার রাতে কাশিমপুর কারাগারের প্রধান ফটক দিয়ে ভেতরে ঢোকার সময় ওই যুবককে সন্দেহ হলে আরপি চেক পোস্টে তাঁকে তল্লাশি করা হয়। এ সময় তাঁর কাছ থেকে ১৩০টি ইয়াবা জব্দ করা হয়। পরে তাঁকে আটক করে পুলিশে খবর দেওয়া হয়। পুলিশ গিয়ে তাঁকে আটক করে থানায় নিয়ে আসে।
ওসি আবু সিদ্দিক বলেন, পরে নয়ন রাজের বিরুদ্ধে নিয়মিত থানায় মামলা করা হয়েছে। তাঁর বিরুদ্ধে গাজীপুরের বিভিন্ন থানায় একাধিক মাদক মামলা আছে। মঙ্গলবার নয়নকে আদালতে পাঠানো হয়। শুনানি শেষে আদালত তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।