মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার ধুলসুরা ইউনিয়ন পরিষদে (ইউপি) আওয়ামী লীগ মনোনীত প্রার্থী জায়েদ খান বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। গত সোমবার এ ঘোষণা দিয়েছেন হরিরামপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. কামরুজ্জামান।
খোঁজ নিয়ে জানা যায়, গত ইউপি নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে চেয়ারম্যান নির্বাচিত হন জায়েদ খান। এ বছর ইউপি নির্বাচনে তিনি আওয়ামী লীগের মনোনয়ন পান। একই ইউপিতে আওয়ামী লীগের দলীয় নির্বাচনী ফরম কিনেছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. রফিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক শেখ কাওছার। তবে দলীয় মনোনয়ন না পেয়ে তাঁদের কেউই বিদ্রোহী প্রার্থী হননি। এ ছাড়া এ নির্বাচনে অন্য দল থেকে বা স্বতন্ত্র হিসেবেও প্রতিদ্বন্দ্বিতা করছেন না।
জায়েদ খান বলেন, ‘আমার ইউনিয়নে পর্যাপ্ত পরিমাণ উন্নয়ন করতে পেরেছি। আগামী দিনগুলোতে আমার ইউনিয়নের সব জনগণকে সঙ্গে নিয়েই উন্নয়নমূলক কার্যক্রম করব, ইনশা আল্লাহ।’
হরিরামপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. কামরুজ্জামান বলেন, ধুলসুরা ইউপিতে একাধিক প্রার্থী না থাকায় জায়েদ খান বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তবে নির্বাচনী তফসিল অনুযায়ী জানুয়ারির ৫ তারিখ ভোটগ্রহণ শেষে অন্যদের সঙ্গে তাঁর গেজেট প্রকাশ করা হবে।’