হোম > ছাপা সংস্করণ

শ্রমিক-পুলিশ সংঘর্ষ, ৩ কারখানায় ছুটি ঘোষণা

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি

গাজীপুরের টঙ্গীতে শ্রমিক-পুলিশের সঙ্গে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ১০ শ্রমিক ও পুলিশের পাঁচ সদস্য আহত হয়েছেন। গতকাল মঙ্গলবার সকালে টঙ্গী বিসিক এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনার পরিপ্রেক্ষিতে বিসিকের তিনটি পোশাক কারখানা ছুটি ঘোষণা করা হয়েছে।

শ্রমিকেরা জানান, গত শনিবার টঙ্গী বিসিকের টিভলি অ্যাপারেলস লিমিটেডের ফিনিশিং সেকশনের এক নারী শ্রমিককে লাঞ্ছিত করেন কারখানাটির পঞ্চম তলার উৎপাদন ব্যবস্থাপক লুৎফর রহমান। এ ঘটনায় ওই কর্মকর্তার বিচারের দাবিতে শ্রমিকেরা উৎপাদন কাজ বন্ধ করে কর্মবিরতি পালন করেন। পরদিন রোববার সকালে তাঁরা কারখানার কাজে যোগ দিয়ে কারখানা কর্তৃপক্ষের কাছে ১২টি দাবি জানান।

দাবি মেনে মা নেওয়ায় সোমবার শ্রমিকেরা উৎপাদনকাজে যোগ না দিয়ে বাসায় চলে যান। পর দিন মঙ্গলবার সকালে কারখানার প্রধান ফটকে অনির্দিষ্টকালের জন্য কারখানাটি বন্ধের নোটিশ দেখে বিক্ষোভ শুরু করেন।

জানা যায়, বুধবার সকাল সাড়ে আটটার দিকে টিভলি অ্যাপারেলস লিমিটেডের বিক্ষুব্ধ শ্রমিকেরা কারখানায় ভাঙচুর করেন। শেষে বিসিক এলাকার অপর চারটি কারখানায় ইটপাটকেল নিক্ষেপ করেন তাঁরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ৩০ রাউন্ড শটগানের গুলি, ১০ রাউন্ড সাউন্ড গ্রেনেড ও ৬ রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ করেন।

দুই পক্ষের সংঘর্ষে পুলিশের পাঁচজন ও অন্তত দশজন শ্রমিক আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। বিক্ষোভ এড়াতে সুমি অ্যাপারেলস লিমিটেড, আরবিএসআর ফ্যাশন লিমিটেড ও রেডিসন অ্যাপারেলস লিমিটেড কারখানা কর্তৃপক্ষ ছুটি ঘোষণা করেছে।

টিভলি অ্যাপারেলস লিমিটেডের মালিক মোশারফ হোসেন বলেন, শ্রমিকের সঙ্গে অসদাচরণের অভিযোগে ঘটনার দিনই উৎপাদন ব্যবস্থাপককে অপসারণ করা হয়েছে। কিন্তু শ্রমিকেরা তা সত্ত্বেও কিছু অযৌক্তিক দাবি পেশ করেন, যা শ্রম আইনের পরিপন্থী।

টঙ্গী শিল্প-পুলিশের পরিদর্শক আবদুল জলিল বলেন, টিভলি অ্যাপারেলস লিমিটেডের শ্রমিকেরা পার্শ্ববর্তী চারটি কারখানায় ভাঙচুর চালান। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার (অপরাধ, দক্ষিণ) মোহাম্মদ ইলতুৎমিশ জানান, টিভলি অ্যাপারেলসের শ্রমিকেরা উত্তেজিত হয়ে অন্যান্য কারখানায় হামলা চালিয়ে ভাঙচুর চালান। এতে পুলিশ বাধা দিলে পুলিশের ওপরও ইটপাটকেল ছোড়েন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শিল্প-পুলিশ ও মেট্রোপলিটন পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড ছুড়েছে। এ ঘটনায় পুলিশের পাঁচ সদস্য আহত হয়েছেন বলে দাবি করেন তিনি।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ