কনটেন্ট নির্মাণ এখন আরও সহজ হয়ে গেছে। একটা ভালো সিনেমা তৈরি করতে গেলে অনেক অর্থ খরচ করতে হবে, অনেক উচ্চমানের ক্যামেরা, যন্ত্রপাতি বা প্রযুক্তির দরকার হবে, তা কিন্তু নয়। এখন মোবাইল ফোন দিয়েই পছন্দের সিনেমাটি বানিয়ে ফেলতে পারছেন নির্মাতারা। বিশ্বের নামী চলচ্চিত্র উৎসবগুলোতেও মোবাইল ফোন দিয়ে তৈরি কনটেন্ট স্থান পাচ্ছে এখন। বাংলাদেশের নির্মাতা জসীম আহমেদ বছর কয়েক আগে মোবাইল ফোনেই বানিয়েছিলেন স্বল্পদৈর্ঘ্য সিনেমা ‘আ পেয়ার অব স্যান্ডাল’। সিনেমাটির জন্য তুরস্কের হা-কিস ইন্টারন্যাশনাল শর্টফিল্ম ফেস্টিভ্যালে সেরা পরিচালকের পুরস্কার জিতেছিলেন এই নির্মাতা।
একই পথে হাঁটলেন নির্মাতা রনি ভৌমিক। গত বছর মোবাইল ফোন দিয়ে ‘মৃধা বনাম মৃধা’ নামের একটি সিনেমা বানিয়ে জনপ্রিয়তা পেয়েছেন রনি। এবার তিনি বানিয়েছেন স্বল্পদৈর্ঘ্য সিনেমা ‘চক্রাকার’। থ্রিলার ঘরানার পারিবারিক গল্পের এই সিনেমায় অভিনয় করেছেন আফসানা মিমি, নোভা ফিরোজ, ইয়াশ রোহান ও দিহান।
মোবাইল ফোনে শর্টফিল্মের মতো কনটেন্ট নির্মাণে তরুণদের উৎসাহিত করতে একটি ক্যাম্পেইনের আয়োজন করেছে মোবাইল ফোন প্রস্তুতকারী প্রতিষ্ঠান ভিভো। ‘চক্রাকার’ স্বল্পদৈর্ঘ্য সিনেমাটি এ ক্যাম্পেইনের অংশ। এ কোম্পানির এক্স ৮০ ফাইভ–জি স্মার্টফোন দিয়েই বানানো হয়েছে সিনেমাটি, জানিয়েছেন নির্মাতা রনি।
জানা গেছে, সম্প্রতি ঢাকা ও চট্টগ্রামের বিভিন্ন লোকেশনে চার দিন ধরে ‘চক্রাকার’-এর শুটিং হয়েছে। এরই মধ্যে প্রকাশিত হয়েছে ট্রেলার।রনি ভৌমিক জানিয়েছেন, আগামী শনিবার ভিভোর ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে প্রকাশ পাবে ‘চক্রাকার’।
নির্মাতা রনি জানালেন, ‘মৃধা বনাম মৃধা’র পর আরেকটি সিনেমা বানানোর প্রস্তুতি নিচ্ছেন তিনি। শিগগিরই এ বিষয়ে বিস্তারিত জানাবেন।