নাটোরের লালপুরে একটি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনয়ন বাতিলের দাবিতে বিক্ষোভ করেছেন মনোনয়নবঞ্চিত প্রার্থীরা। গতকাল রোববার সন্ধ্যায় উপজেলার দুড়দুড়িয়া ইউনিয়নের জামতলা মোড়ে তাঁরা বিক্ষোভ সমাবেশ করেন।
গত ২২ অক্টোবর কেন্দ্রীয় আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত তালিকায় দুড়দুড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান পদে বর্তমান চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল হান্নানকে আসন্ন ইউপি নির্বাচনে দলীয় মনোনয়ন দেওয়া হয়। বিক্ষোভ সমাবেশে ওই ইউপিতে মনোনয়ন বঞ্চিত আজিজুল আলম মক্কেল, তোফাজ্জল হোসেন তোফা, জালাল উদ্দিন ও মাহামুদুর রহমান পলাশ বক্তব্যে আব্দুল হান্নানের মনোনয়ন বাতিলের দাবি জানান।
মনোনয়নপ্রাপ্ত মো. আব্দুল হান্নান বলেন, জনপ্রিয়তা যাচাই-বাছাই করে দল আমাকে মনোনয়ন দিয়েছে। দলের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য একটি পক্ষ বিক্ষোভ করেছে। এটা কাম্য নয়।
লালপুর থানার ওসি ফজলুর রহমান বলেন, আওয়ামী লীগের মনোনয়ন বঞ্চিতরা বিক্ষোভ করেছেন।