চট্টগ্রামের চন্দনাইশে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার কারা ও রোগমুক্তি কামনায় দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। চন্দনাইশ উপজেলা, পৌর বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে এ দোয়া ও আলোচনা অনুষ্ঠিত হয়।
পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইফতেকার হোসেনের সভাপতিত্বে আলোচনায় অংশ নেন সাবেক সভাপতি নুরুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম, শহিদুল ইসলাম খান, জহিরুল আলম শহিদ, হাবিবুর রহমান, মুজিবুর রহমান, আবু ছালেক, যুবদল নেতা যথাক্রমে সেলিম উদ্দীন, তরিকুল ইসলাম টুটুল, আজম খাঁন, মো. সোলাইমান, মো. মুরাদ, মো. সেলিম, মো. খোকন, স্বেচ্ছাসেবক দলের মো. সেলিম উদ্দীন, সাইফুল ইসলাম, জয়নাল আবেদীন, আবদুল মান্নান, শ্রমিক দল নেতা মো. ছানি, ছাত্রদল নেতা জিএম ফোরকান, রাজিব, আবদুর রহিম, সাইমন, আবু ছিদ্দিক, মো. ফোরকান প্রমুখ।