হোম > ছাপা সংস্করণ

বাগেরহাটে ১০ দিনে ২ লাখ মিটার জাল জব্দ

বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাটে ইলিশ আহরণে নিষেধাজ্ঞার ১০ দিনে অবৈধভাবে ইলিশ শিকারের চেষ্টার অপরাধে দুই লাখ মিটার জাল জব্দ করা হয়েছে। গত ৪ অক্টোবর থেকে ১৩ অক্টোবর রাত পর্যন্ত জেলার ৯ উপজেলার বিভিন্ন নদ-নদীতে অভিযান চালিয়ে এসব জাল জব্দ করা হয়। পরে জব্দ করা জাল পুড়িয়ে ফেলা হয়।

এই ১০ দিন ১৬৩টি অভিযান চালিয়েছে বাগেরহাট জেলা মৎস্য বিভাগ। এ ছাড়া ২৭টি ভ্রাম্যমাণ আদালত,৭টি মামলা, ৮ হাজার ৫০০ টাকা জরিমানা ও ১৫ কেজি ৭০০ গ্রাম ইলিশ জব্দ করেছে মৎস্য বিভাগের কর্মকর্তারা।

জেলা মৎস্য কর্মকর্তা এ এস এম রাসেল বলেন, ইলিশের উৎপাদন বৃদ্ধি ও মা ইলিশ রক্ষায় ৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত ২২ দিনের জন্য ইলিশ আহরণ, বিপণন ও সংরক্ষণ নিষিদ্ধ করা হয়েছে। সরকার ঘোষিত এই নিষেধাজ্ঞা বাস্তবায়নে মৎস্য অধিদপ্তর সক্রিয় রয়েছে।

তারপরও কিছু অসাধু জেলে ও ব্যবসায়ীরা মৎস্য অধিদপ্তরের চোখ ফাঁকি দিয়ে ইলিশ আহরণের চেষ্টা করছে। যাঁরা নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ আহরণের চেষ্টা করেছে তাঁদের আইনের আওতায় এনেছেন। ২৬ অক্টোবর রাত ১২টা পর্যন্ত যাতে কেউ ইলিশ আহরণ করতে না পারে সে জন্য মৎস্য অধিদপ্তর সক্রিয় থাকবে বলে জানান তিনি।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ