হোম > ছাপা সংস্করণ

২১ দিনব্যাপী বিজয় উৎসবের আয়োজন

যশোর প্রতিনিধি

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদ্‌যাপন উপলক্ষে ২১ দিনব্যাপী ‘বিজয় উৎসবের’ আয়োজন করেছে যশোর সম্মিলিত সাংস্কৃতিক জোট। গতকাল শনিবার দুপুরে যশোর প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। তথ্যগুলো জানান যশোর সাংবাদিক ইউনিয়নের সভাপতি ও সম্মিলিত সাংস্কৃতিক জোটের নেতা ফারাজী আহমেদ সাঈদ বুলবুল।

সংবাদ সম্মেলন থেকে জানা গেছে, আজ রোববার ‘মুক্তিযুদ্ধে যশোর রোড’ শিরোনামে আর্ট ক্যাম্পের মাধ্যমে শুরু হবে এ উৎসব। চলবে ২৬ ডিসেম্বর থেকে উৎসবের আয়োজন করা হবে যশোর পৌর পার্কে। এতে ৫০ জন চিত্রশিল্পী অংশ নেবেন। এ ছাড়া থাকবে আলোচনা সভা, সংগীত, নৃত্যানুষ্ঠান, আবৃত্তি, নাটক ও লোকসংগীত পরিবেশন।

আরও জানা গেছে, ৬ ডিসেম্বর যশোর মুক্ত দিবস উপলক্ষে জেলা টাউন হল মাঠ থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা করা হবে। ওই দিন থেকে ১১ ডিসেম্বর পর্যন্ত টাউন হল মাঠে অনুষ্ঠিত হবে সাংস্কৃতিক উৎসব। এরপর থেকে পর্যায়ক্রমে প্রতি উপজেলায় সাংস্কৃতিক উৎসবের আয়োজন করা হবে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন যশোর সম্মিলিত সাংস্কৃতিক জোটের চেয়ারম্যান হাবিবা শেফা, যশোর শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক মাহমুদ হাসান বুলু, যশোর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এসএম তৌহিদুর রহমান, কলামিস্ট হারুন অর রশিদ, ঘাতক দালাল নির্মূল কমিটির সাধারণ সম্পাদক সাজেদ রহমান বকুল, জেলা পূজা উদ্‌যাপন পরিষদের সভাপতি দিপঙ্কর দাস প্রমুখ।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ