নৌকার বিজয় নিশ্চিতে ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম। গতকাল শনিবার বিকেলে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মোহনপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী বীর মুক্তিযোদ্ধা হাজী শামসুল হক চৌধুরী বাবুলের নৌকা মার্কার নির্বাচনী প্রচারণা সভায় তিনি এ কথা বলেন।
মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেন, আসন্ন ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থীদের অতীত ও বর্তমানের কাজকর্মের ওপর ভিত্তি করে কেন্দ্র থেকে মনোনয়ন দেওয়া হয়েছে। তাই দলের বৃহত্তর স্বার্থে এসব প্রার্থীর পক্ষে সর্বস্তরের নেতা কর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
মোহনপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি নজরুল ইসলামের সভাপতিত্বে ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক কাজী মো. শরীফ হোসেনের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান জাহাঙ্গীর আলম হাওলাদার, জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি সেলিম মিয়া প্রমুখ।