হোম > ছাপা সংস্করণ

জমে উঠেছে নির্বাচনী প্রচার

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি

পঞ্চম ধাপে আগামী ৫ জানুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে শিবচরের কাঁঠালবাড়ী ও বন্দরখোলা ইউনিয়ন পরিষদের (ইউপি) ভোট। ইউপিগুলোয় শেষ মুহূর্তে জমে উঠেছে নির্বাচনী প্রচার। ভোটারদের দ্বারে দ্বারে ছুটে চলেছেন প্রার্থীরা। নির্বাচন ঘিরে গ্রামে গ্রামে বইছে উৎসবের আমেজ।

সরেজমিনে দেখা গেছে, পদ্মাবেষ্টিত শিবচরের কাঁঠালবাড়ী ও বন্দরখোলা ইউপিতে নির্বাচন ঘিরে সাধারণ ভোটারদের মধ্যে বইছে উৎসবমুখর আমেজ। ভোটারদের মন জয়ের জন্য কনকনে শীতকে উপেক্ষা করে প্রার্থীরা ছুটছেন ঘরে ঘরে। দিচ্ছেন নানা প্রতিশ্রুতি।

ভোটারেরা জানান, ‘নির্বাচনকে সামনে রেখে গ্রামে এক ধরনের উৎসব বিরাজ করছে। বাজারের চায়ের দোকানে ভিড় লেগেই আছে। নির্বাচনী আলাপ-আলোচনায় ব্যস্ত সময় কাটছে সাধারণ ভোটারদের।’

উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, কাঁঠালবাড়ী ইউপিতে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছে ৪ জন এবং বন্দরখোলা ইউপিতে ৭ জন। প্রার্থীদের মধ্যে কাঁঠালবাড়ি ইউপিতে ইলিয়াছ আকন (হাতপাখা), মোতাহার হোসেন ব্যাপারী (মোটরসাইকেল), মোহসেন উদ্দিন (আনারস) ও সেলিম হাওলাদার (চশমা) প্রতীক নিয়ে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

বন্দরখোলা ইউপিতে আব্দুর রাজ্জাক হাওলাদার (হাতপাখা) আব্দুর রহমান খান (ঘোড়া), নিজাম উদ্দিন আহমেদ (অটোরিকশা), মোহাম্মদ আজহারুল ইসলাম (টেলিফোন), মোহাম্মদ নবেল শিকদার (আনারস), ফয়জল খান (চশমা) ও মিজানুর রশিদ শিকদার (মোটরসাইকেল) প্রতীক নিয়ে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

শিবচরের ইউএনও আসাদুজ্জামান জানান, ‘প্রশাসন নির্বাচনী এলাকায় নিয়মিত টহল দিচ্ছে। আচরণবিধি লঙ্ঘনের বিষয়ে কোনো খবর পেলেই ব্যবস্থা নেওয়া হচ্ছে। সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে সব ব্যবস্থা নেওয়া হবে।’

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ