চ্যানেল আইতে জানুয়ারির মাঝামাঝি সময়ে শুরু হতে যাচ্ছে নতুন বছরের প্রথম ধারাবাহিক ‘ষণ্ডা পান্ডা’। রচনা বৃন্দাবন দাস, পরিচালনায় সালাহউদ্দিন লাভলু। ধারাবাহিকটির একটি চরিত্রে অভিনয় করেছেন সালাহউদ্দিন লাভলু নিজে। সঙ্গে আছেন চঞ্চল চৌধুরী ও নাঈমা আলম মাহা।
অন্যান্য চরিত্রে আছেন ফখরুল বাশার মাসুম, শাহানাজ খুশী, আ খ ম হাসান, মিম, শাহেদ শাহরিয়ার প্রমুখ। নির্মাতা ও অভিনেতা সালাহউদ্দিন লাভলু জানিয়েছেন, এরই মধ্যে ধারাবাহিকের ৭৮টি পর্ব নির্মাণ শেষে চ্যানেল আইতে জমা দেওয়া হয়েছে।