হোম > ছাপা সংস্করণ

সুবর্ণচরে স্বতন্ত্র প্রার্থীর সমর্থককে মারধর

সুবর্ণচর (নোয়াখালী) প্রতিনিধি

নোয়াখালীর সুবর্ণচরে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে কেন্দ্র করে চরজব্বার ইউপির স্বতন্ত্র প্রার্থীর এক কর্মীকে মারধর করা হয়েছে। তাঁকে নোয়াখালী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। অভিযোগ উঠেছে, নৌকা প্রতীকের প্রার্থীর কর্মী-সমর্থকেরা তাঁকে মারধর করেছেন।

আহত কর্মীর নাম মোহাম্মদ শয়ন। তিনি ইউপির জাহাজমারা গ্রামের মো. আফজাল হোসেনের ছেলে।

স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট ওমর ফারুক অভিযোগ করেন, নৌকার প্রার্থী মো. তরিকুল ইসলামের লোকজন ছেউয়াখালী বাজারে তাঁর কর্মী শয়নের ওপর হামলা চালিয়েছে। তরিকুলের মদদেই এই হামলা চালানো হয়।

ওমর ফারুক আরও বলেন, তরিকুল ইসলাম তাঁর কর্মীদের নানাভাবে হুমকি-ধমকি দিয়ে আসছেন। বহিরাগত লোক এনে এলাকায় বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টির সুযোগ খুঁজছেন।

তবে অভিযোগ অস্বীকার করে নৌকা প্রতীকের প্রার্থী তরিকুল ইসলাম বলেন, এ ধরনের কোনো ঘটনা ঘটেনি। এর সঙ্গে তাঁর কেউ জড়িত নয়।

এ বিষয়ে চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) জিয়াউল হক বলেন, ‘ঘটনা শুনেছি। তবে কেউ লিখিতভাবে অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

সুবর্ণচর উপজেলা নির্বাচন কর্মকর্তা মনিরুল ইসলাম বলেন, ‘স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট ওমর ফারুক আমাকে ফোনে ঘটনাটি জানিয়েছেন।’

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ