তজুমদ্দিন উপজেলার ২ নম্বর সোনাপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন উপজেলা যুবলীগ সভাপতি ও আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী মেহেদি হাসান (মিশু হাওলাদার)। গত মঙ্গলবার প্রতীক বরাদ্দের দিন চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বী কোনো প্রার্থী না থাকায় তাঁকে বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করা হয়।
উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, ২ নম্বর সোনাপুর ইউনিয়নে চতুর্থ ধাপের নির্বাচনে তফসিল ঘোষণার পর চেয়ারম্যান পদে ১০ জন মনোনয়নপত্র দাখিল করেন। মনোনয়নপত্র প্রত্যাহারের নির্ধারিত দিন ৯ প্রার্থী নির্বাচন থেকে সরে দাঁড়ান। এ কারণে ৭ ডিসেম্বর প্রতীক বরাদ্দের দিনে মেহেদী হাসানকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বেসরকারিভাবে নির্বাচিত চেয়ারম্যান ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা আমীর খসরু গাজী। এই ইউপিতে আগামী ২৬ ডিসেম্বর কেবল সাধারণ সদস্য ও সংরক্ষিত নারী সদস্য পদে নির্বাচন হবে।