উত্তরা প্রতিনিধি
বর্ধিত ভাড়া কমানো ও শিক্ষার্থীদের হাফ ভাড়ার দাবিতে উত্তরার আজমপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছিলেন শিক্ষার্থীরা। গতকাল মঙ্গলবার দুপুর ১২টার দিকে শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করে। পরে পুলিশ তাদের সরিয়ে দেয়।
উত্তরার নওয়াব হাবিবুল্লাহ মডেল স্কুল অ্যান্ড কলেজ, মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজসহ কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানের অর্ধশতাধিক শিক্ষার্থী বিক্ষোভে অংশ নেয়। পাঁচ মিনিটের মধ্যেই পুলিশ তাদের সরিয়ে দেয়। তবে এ সময় সড়কে কোনো যানবাহন চলাচল করতে পারেনি।