হোম > ছাপা সংস্করণ

‘বিচারহীনতার সংস্কৃতি বারবার সহিংসতা ঘটায়’

কুমিল্লা প্রতিনিধি

সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সম্পাদক বদিউল আলম মজুমদার বলেছেন, বিচারহীনতা, পরস্পর দোষারোপের সংস্কৃতি এবং দোষীদের বিচারের আওতায় না এনে রাজনৈতিক প্রতিপক্ষকে হয়রানির ফলে বারবার সংখ্যালঘুদের ওপর হামলার ঘটনা ঘটছে।

গতকাল সোমবার দুপুরে কুমিল্লা টাউন হল কনফারেন্স কক্ষে সুজন আয়োজিত জাতীয় শুদ্ধাচার কৌশল বাস্তবায়নে করণীয় শীর্ষক নাগরিক সংলাপ শেষে সাংবাদিকদের এ কথা বলেন বদিউল আলম মজুমদার। নাগরিক সংলাপের প্রধান আলোচক ছিলেন তিনি।

এ সময় বদিউল আলম মজুমদার পূজামণ্ডপে সহিংসতার ঘটনায় প্রকৃত দোষীদের শাস্তি এবং নিরপরাধ কেউ যাতে হয়রানির শিকার না হয় সেটি নিশ্চিত করার আহ্বান জানান।

সুজন কুমিল্লার সভাপতি শাহ আলমগীর খান এতে সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার সোহান সরকার।

বিশেষ অতিথি ছিলেন জেলার জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা মোহাম্মদ নূরুল হক, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান তারিকুর রহমান জুয়েল, কুমিল্লা মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ ও বাপা সভাপতি মোসলেহ উদ্দিন, জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক ফাহানা আমিন, জেলা কালচারাল কর্মকর্তা সৈয়দ মুহম্মদ আয়াজ মাবুদ, প্রত্যয় উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মাহমুদা আক্তার প্রমুখ।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ