একটি সংবাদ সম্মেলন হবে, সাংবাদিকেরা অপেক্ষা করছে। হঠাৎ করে গগনবিদারী কান্নার শব্দ। মুহূর্তের মধ্যে কয়েকজন খাকি পোশাক পরিহিত সেনা কিছু নারী-পুরুষকে টেনে হিঁচড়ে নিয়ে আসে সম্মেলন স্থলে। টেনে হিঁচড়ে নিয়ে আসা বাঙালি নারী-পুরুষদের ওপর চলছিল অমানবিক নির্যাতন। কয়েকজনকে হত্যা করা হয়েছে। মাটিতে পড়ে থাকে লাশ। একদিকে অমানবিক নির্যাতন সহ্য করতে না পেরে গণণবিদারী আহাজারি, অন্যদিকে সেনাদের পাশবিক উল্লাস।
এমনই একটি দৃশ্যপট তৈরি করে গতকাল বুধবার সংবাদ সম্মেলন করেন ‘জোহা হল কথা কয়’ নাটকের কলাকুশলীরা।
আগামী সাত নভেম্বর নাটকটি মঞ্চস্থ হবে। নাটকের নির্দেশক অধ্যাপক রহমান রাজু জানান, ‘যেহেতু আমাদের মুক্তিযুদ্ধ একাত্তর সালে সংঘটিত হয়েছিল তাই ৭১ মিনিটে পুরো নাটকটি শেষ করা হয়েছে। এটি সবার জন্য উন্মুক্ত থাকবে।’