শ্রীবরদীতে হয়ে গেল গরুর মই দৌড় প্রতিযোগিতা। গত রোববার বিকেলে এলাকাবাসীর আয়োজনে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। দৌড়ে প্রথম হয় বকসীগঞ্জের সাধুরপাড়ের বিল্লাল হোসেনের মই, দ্বিতীয় বকসীগঞ্জের সাঝিমারা দশের দোয়া মই এবং তৃতীয় হয় ইসলামপুরের জুনাইতের মই।
ঐতিহ্যবাহী এ প্রতিযোগিতা ঘিরে পুরো এলাকায় তৈরি হয় উৎসবমুখর পরিবেশ।
চারটি ষাঁড় ও গরুর সঙ্গে মই নিয়ে তৈরি হয় একটি দল। নাম গরুর দৌড় হলেও একেকটি দলে দুজন করে মানুষ থাকেন নিয়ন্ত্রক হিসেবে।
বকশিগঞ্জের সাঝিমারা গ্রামের মো. মালেক বলেন, মই খেলা এখন তেমন দেখা যায় না। মাঝে মাঝে এ খেলা আয়োজন করলে ঐতিহ্য টিকে থাকবে।
প্রতিযোগী বিল্লাল হোসেন বলেন, ‘বাপ-দাদার আমল থেকেই আমরা এ খেলার সঙ্গে যুক্ত। যেখানেই খেলা হয় আমরা সেখানেই অংশ নেই। আমরা এ খেলা ধরে রাখতে চাই।’
খেলার আয়োজক মো. নজরুল ইসলাম বলেন, ঐতিহ্যবাহী এ খেলা ধরে রাখতে এবং নতুন প্রজন্মের কাছে তুলে ধরতেই এমন আয়োজন করা হয়েছে।
কাকিলাকুড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. হামিদ উল্লাহ বলেন, গরুর মই প্রতিযোগিতাসহ ঐতিহ্যবাহী প্রাচীন খেলা বিলুপ্তির পথে। এগুলো মাঝে মধ্যে আয়োজন করলে নতুন প্রজন্ম দেখতে পারবে। তবে করোনার কারণে আমরা এ ধরনের খেলা আয়োজনে আপাতত নিরুৎসাহিত করছি।