পিরোজপুরে বিশ্ববিদ্যালয় শিক্ষক রাজিবকে চাপা দেওয়া ইমাদ পরিবহনের বাস চালককে গ্রেপ্তার করেছে পুলিশ। গত সোমবার আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়। গতকাল নাজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আশ্রাফুজ্জামান তথ্যটি নিশ্চিত করেন।
গ্রেপ্তার চালকের নাম রুহুল আমিন শেখ। তিনি সদর উপজেলার কদমতলা এলাকার বাসিন্দা।
নাজিরপুর থানার ওসি আশ্রাফুজ্জামান বলেন, ‘ইমাদ পরিবহনের বাসটিকে আগেই আটক করা হয়েছে এবং বাসের ড্রাইভার রুহুল আমিন শেখকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে।’
১৩ অক্টোবর জেলার নাজিরপুরে একটি বাসের সঙ্গে নিহত রাজির ও তাঁর পরিবারের বহনকারী অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এ দুর্ঘটনায় রাজিব মারা যান।