ফেনীর পরশুরামে দোকান কর্মচারী মো. শাহীন চৌধুরী হত্যা মামলার দুই আসামির এক দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। ফেনীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতের বিচারক সিরাজ উদ্দিন তাঁদের রিমান্ড মঞ্জুর করেন।
অপরদিকে জিজ্ঞাসাবাদের জন্য শাহীন হত্যা মামলার দুই নম্বর আসামি মির্জানগর ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. নুরুজ্জামান ভুট্টুকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ডের আবেদন করলে আদালতে রিমান্ড আবেদনের শুনানি পিছিয়েছেন।
গতকাল সোমবার আদালতে দুই আসামি এনায়েত হোসেন আকাশ ও আজিমকে জিজ্ঞাসাবাদ করতে পুলিশ পাঁচ দিনের রিমান্ডের আবেদন করলে এক দিনের রিমান্ড মঞ্জুর করা হয়। ঘটনার দিন পুলিশ এজাহারভুক্ত চারজনকে গ্রেপ্তার করলে দুজন ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। বাকি দুজন আদালতে জবানবন্দি না দেওয়ায় আরও জিজ্ঞাসাবাদ করতেই রিমান্ডের এই আবেদন করা হয়।
পরশুরামের উত্তর বাজারে আবু বক্কর ছিদ্দিকের ফিশ ফিডের দোকানের কর্মচারী শাহীন চৌধুরী দোকানের বকেয়া চাইলে গত বছরের ২৩ ডিসেম্বর হত্যার অভিযোগে আবুল হাশেম, মির্জানগর ইউপি চেয়ারম্যান মো. নুরুজ্জামান ভুট্টুসহ ছয়জনের বিরুদ্ধে পরশুরাম থানায় হত্যা মামলা করেন নিহতের স্ত্রী ফিরোজা আক্তার।
পরশুরাম থানার পুলিশ চারজনকে গ্রেপ্তার করে। এর আগে ২৫ ডিসেম্বর মো রহিম ও মো আরিফ হোসেন আদালতে হত্যার দায় স্বীকার করে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
পরশুরাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মু. খালেদ হোসেন আজকের পত্রিকাকে জানান, দুজনের এক দিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেছেন আদালত। তা ছাড়া ইউপি চেয়ারম্যান মো. নুরুজ্জামান ভুট্টুর রিমান্ড আবেদনের শুনানি পিছিয়েছে।