গাজীপুরের শ্রীপুরের বরমী উচ্চবিদ্যালয়ের ছয়টি আধা পাকা কক্ষ আগুনে পুড়ে গেছে। গতকাল শনিবার বেলা আড়াইটার দিকে বিদ্যালয়টিতে আগুন লাগে। আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস।
বরমী উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল বারী বলেন, ‘বেলা আড়াইটার দিকে হঠাৎ পূর্ব পাশের আধা পাকা ভবনের কক্ষে আগুন দেখতে পাওয়া যায়। এ সময় কক্ষগুলোতে কেউ ছিল না। আগুনে ছয়টি কক্ষে থাকা বেঞ্চ, ফ্যান, সিসিটিভি ক্যামেরা ও অন্যান্য সামগ্রী পুড়ে গেছে। দীর্ঘদিন ধরে ওই কক্ষগুলো তালাবদ্ধ ছিল। হঠাৎ কীভাবে আগুন লাগল তা বুঝতে পারছি না।’
শ্রীপুর ফায়ার সার্ভিস স্টেশনের ফায়ার ফাইটার মো. ইব্রাহিম বলেন, ‘আগুন লাগার কারণ তাৎক্ষণিকভাবে বুঝতে পারছি না। তদন্তের পর বিস্তারিত বলা যাবে। অগ্নিকাণ্ডে কেউ আহত হয়নি।’