ময়মনসিংহে ট্রাইব্যাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের (টিডব্লিউএ) ১৬ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়েছে। সংগঠনের কেন্দ্রীয় কমিটি ময়মনসিংহে ৩৫তম কাউন্সিল ও বার্ষিক সাধারণ সভার মাধ্যমে এই কমিটি ঘোষণা করে।
গত বুধবার বিকেলে নগরীর রামকৃষ্ণ মিশন প্রাঙ্গণে দিনব্যাপী শোভাযাত্রা, আলোচনা সভা ও কাউন্সিলের আয়োজন করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন টিডব্লিউএ’র ৩৫তম কাউন্সিলের প্রধান নির্বাচন কমিশনের দায়িত্বে থাকা প্রবীণ নেতা মতিলাল হাজং। নবগঠিত কমিটির সভাপতি পদে নির্বাচিত হয়েছেন সুবাস চন্দ্র ভর্মন। সেক্রেটারি জেনারেল হয়েছেন স্বর্ণ কান্ত হাজং। এ ছাড়া সহসভাপতি পদে নির্বাচিত হয়েছেন অঞ্জন ম্রং ও সাংবাদিক নিখিল মানকিন।
কাউন্সিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা পরিষদের চেয়ারম্যান ইউসুফ খান পাঠান।
বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মমতাজ উদ্দিন মন্তা, রামকৃষ্ণ আশ্রম ও রামকৃষ্ণ মিশনের অধ্যক্ষ স্বামী ভক্তিপ্রদানন্দ প্রমুখ।