প্রিয় পরীক্ষার্থী, জীববিজ্ঞান বিষয়ে বহুনির্বাচনি অংশে ২৫টি প্রশ্ন থাকবে। এর মধ্যে যেকোনো ১২টির উত্তর দিতে হবে। নির্ধারিত সময় ১৫ মিনিট। সৃজনশীল অংশে ৮টি প্রশ্ন থাকবে। যেকোনো ২টি প্রশ্নের উত্তর দিতে হবে। সৃজনশীল অংশে নম্বর ২০। নির্ধারিত সময় ১ ঘণ্টা ১৫ মিনিট। ভালো নম্বর পেতে হলে:
– প্রশ্ন বুঝে সঠিক উত্তর লিখতে হবে।
– জ্ঞানমূলক উত্তর সঠিক হতে হবে।
– প্রয়োজনীয় চিত্র অবশ্যই দিবে এবং চিত্রে চিহ্নিত স্থান সঠিকভাবে দেখাতে হবে। চিত্র অবশ্যই পেনসিল দিয়ে আঁকবে।
পাঠ্যবই ভালো করে পড়তে হবে। পরীক্ষার হলে তাড়াহুড়ো না করে ভালোভাবে প্রশ্ন দেখে উত্তর দিতে হবে। পরীক্ষায় কৌশলী হতে হবে। একটি পরীক্ষা খারাপ হলে মন খারাপ না করে পরবর্তী পরীক্ষার জন্য মনকে প্রস্তুত করতে হবে। ভালো ফল পাবে, আশা করি।
ফারহানা রহমান,সহকারী শিক্ষক (জীববিজ্ঞান), ন্যাশনাল আইডিয়াল স্কুল, খিলগাঁও ঢাকা।