কবি সুফিয়া কামালের ২২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।গতকাল শনিবার বিকেল ৪টায় বাংলাদেশ মহিলা পরিষদ, দিনাজপুর জেলা শাখা আয়োজিত সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি কানিজ রহমান। স্বাগত বক্তব্য দেন সংগঠনের জেলা শাখার সহ সাধারণ সম্পাদক মনোয়ারা সানু।
সংগঠনের জেলা শাখার অর্থ সম্পাদক রত্না মিত্র তার স্বলিখিত প্রবন্ধ ‘স্বপ্নদ্রষ্টা সুফিয়া কামাল’ পাঠ করেন। সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মহিলা পরিষদের সহসভাপতি মাহাবুবা খাতুন, মিনতি ঘোষ, লিগ্যাল এইড সম্পাদক জিন্নুরাইন পারু, সাংগঠনিক সম্পাদক রুবিনা আকতার, সদস্য গোলেনুরসহ জেলা ও পাড়া কমিটির সদস্যরা।
মহিলা পরিষদের সভাপতি কানিজ রহমান বলেন, শতাব্দীর নির্ভীক, নির্লোভ, সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তিত্ব, নারী জাগরণের অন্যতম পথিকৃত, মহান ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্বসহ সকল গণতান্ত্রিক আন্দোলনের আালোর দিশারী এবং অসাম্প্রদায়িক চেতনার ধারক ও বাহক কবি সুফিয়া কামাল ২০ নভেম্বর ১৯৯৯ সালে ৮৮ বছর বয়সে আমাদের ছেড়ে চলে গেছেন। তার মৃত্যুতে যে বিশাল শূন্যতার সৃষ্টি হয়েছে তা কখনই পূরণ হবার নয়।