পাথরঘাটা থেকে ১২০ কিলোমিটার দক্ষিণ–পশ্চিমে সুন্দরবনের মান্দারবাড়িয়া এলাকায় ডাকাতের গুলিতে নিহত মুসার পরিবারকে সহায়তা করেছেন সংরক্ষিত আসনের সাংসদ সুলতানা নাদিরা। সাংসদ তাঁর ব্যক্তিগত তহবিল থেকে মুসার পরিবারকে ৫০ হাজার টাকা সহায়তা দিয়েছেন।
গতকাল সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার সদর ইউনিয়নের চরলাঠিমারা এলাকায় মুসার বাড়িতে গিয়ে নিজ হাতে এ সহায়তা দেন তিনি। এর আগে গত ১৭ নভেম্বর গভীর সমুদ্রে ডাকাতের গুলিতে নিহত হন মুসা। মুসা উপজেলার চরলাঠিমারা গ্রামের হারুন মিয়ার ছেলে।
পরিবারের সদস্যদের সান্ত্বনা দেওয়ার পাশাপাশি আর্থিক সহায়তার সময় সুলতানা নাদিরা বলেন, ‘দীর্ঘদিন পর সাগরে দস্যুতা আবার শুরু হয়েছে। সুন্দরবন এলাকায় র্যাবের ক্যাম্প স্থাপন করতে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলব এবং এ নিয়ে সংসদেও প্রস্তাব উত্থাপন করব। এ ছাড়া বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অসাধু সদস্যদের মাধ্যমে জেলেদের হয়রানি করার অভিযোগের বিষয়টি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা বলব।’