হোম > ছাপা সংস্করণ

লালপুরে ‘শহীদ সাগর’ মঞ্চস্থ

লালপুর (নাটোর) প্রতিনিধি

নাটোরের লালপুরে নর্থ বেঙ্গল সুগার মিলে গণহত্যার ইতিহাসকে কেন্দ্র করে নাটক ‘শহীদ সাগর’ মঞ্চস্থ হয়েছে। গত শনিবার স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে গণহত্যার ভয়াবহতা ও মুক্তিযুদ্ধের চিত্র তুলে ধরতে সন্ধ্যা সাড়ে ৭টায় এক ঘণ্টা ১০ মিনিটের নাটক মঞ্চায়ন হয়।

নর্থ বেঙ্গল সুগার মিলস হাইস্কুল মাঠে নাটোরের জেলা প্রশাসক ও জেলা শিল্পকলা একাডেমির সভাপতি শামীম আহমেদের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নাটোর-১ আসনের সাংসদ শহিদুল ইসলাম বকুল। বিশেষ অতিথি ছিলেন নর্থ বেঙ্গল সুগার মিলের ব্যবস্থাপনা পরিচালক মো. হুমায়ুন কবীর ও সাবেক জেলা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুর রউফ সরকার। স্বাগত বক্তব্য রাখেন লালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা শিল্পকলা একাডেমির সভাপতি উম্মুল বানীন দ্যুতি।

বাংলাদেশের মুক্তিযুদ্ধে গণহত্যার ওপর বাংলাদেশ শিল্পকলা একাডেমির উদ্যোগে নাট্যব্যক্তিত্ব লিয়াকত আলী লাকীর ভাবনা ও পরিকল্পনায় এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা ও পরিবেশবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক সৈয়দ মামুন রেজার রচনা ও নির্দেশনায় নাটকটি নির্মিত হয়।

সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় নাটকটির সহকারী নির্দেশক মো. হুমায়ুন কবির টুটুল ও মাসরুল আহমেদ রিয়াদ। গবেষণা মামুন সিদ্দিকী। গবেষণা নির্বাহী আবু সালেহ মো. আব্দুল্লাহ। প্রযোজনা নির্মাণ ও মঞ্চায়ন নির্বাহী আলি আহমেদ মুকুল। পরিবেশনা নাটোর জেলা শিল্পকলা একাডেমি রেপারেটরি নাট্যদল। প্রধান সমন্বয়কারী নাটোর জেলা শিল্পকলা একাডেমির কালচারাল কর্মকর্তা আব্দুল রাকিবিল বারী ও স্থানীয় সমন্বয়ক চলন নাটুয়ার সহসভাপতি মো. আব্দুল আওয়াল।

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা ও পরিবেশবিদ্যা বিভাগের শিক্ষার্থী, লালপুরের চলন নাটুয়া, ধুপইল সংগীত একাডেমি, বাগাতিপাড়ার বকুল স্মৃতি থিয়েটার, বড়াইগ্রামের বনপাড়ার রুপরেখা লালন একাডেমি, নাটোরের গোধূলি নাট্য সংস্থাসহ বিভিন্ন নাট্য ও সাংস্কৃতিক কর্মী এবং বিভিন্ন স্কুল-কলেজের বিএনসিসি-স্কাউট সদস্যসহ শতাধিক কলাকুশলীর অংশগ্রহণে পরিবেশিত হয় পরিবেশ থিয়েটার ‘শহীদ সাগর’।

উল্লেখযোগ্য ভূমিকায় অভিনয়ে ছিলেন হুমায়ুন কবির, মো. মুজিবুল হক বাবলু, মো. মশগুল হোসেন ইতি, মো. জিন্নাত আলী, মো. শাহজাহান আলী, মো. সাজদার আলী, মো. আ. মালেক, সঞ্জিব মুখার্জি, মো. আবুল কাশেম, মো. আমিরুল ইসলাম, মুক্তার আলী, মো. মুরাদ হোসেন, মো. সুলতান আহমেদ, স্বাধীন মালী, মো. জামান আলী, মো. জাহিদুল ইসলাম, মো. সাখাওয়াৎ হোসেন, মো. আ. আলিম, রুপা কাজী, বিফল হালদার, মো. সাইদুল ইসলাম, সুজিত মৌলিক, শাহানাজ পারভিন, মো. খোয়াজ উদ্দিন, মো. ইমামুল হক, শর্মিলী আক্তার, আলি আহমেদ, মো. আ. রহিম, মো. জুমল প্রাং, সিনহা সামিয়াত দিয়া, মো. সুজন আলী, মো. শামসুল আলম প্রমুখ।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ