যশোরের অভয়নগরে ভবদহ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হাসান আলীর বিরুদ্ধে গাছ ও মাটি বিক্রির অভিযোগ উঠেছে। শহীদ মিনার নির্মাণের অজুহাতে ফলজ, বনজ ও ওষধি গাছ কাটা হয়েছে। তবে গাছ ও মাটি বিক্রির অভিযোগ অস্বীকার করেছেন অধ্যক্ষ হাসান আলী।
গত শনিবার সকালে ভবদহ কলেজে গিয়ে দেখা গেছে, প্রধান ফটকের বাম পাশে শহীদ মিনার নির্মাণের কাজ চলছে। একটি ভ্যানের ওপর মেহগনি গাছ কেটে রাখা হয়েছে। নির্মাণাধীন শহীদ মিনারের সামনে একটি বড় মেহগনি গাছের অর্ধেক অংশ কেটে ফেলা হয়েছে, বাকি অংশ কাটার প্রস্তুতি চলছে। ফটকের ডান পাশে ইতিপূর্বে বিক্রি করা বিভিন্ন গাছের ডাল ও পাতা পড়ে রয়েছে। কলেজের পূর্ব প্রান্তে শ্মশান থেকে প্রায় আধা কিলোমিটার পর্যন্ত স্তূপ করা মাটি খননযন্ত্র দিয়ে কেটে ফেলা হয়েছে।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মেজবাহ উদ্দীন আজকের পত্রিকাকে জানান, ভবদহ কলেজ কর্তৃপক্ষ শহীদ মিনার নির্মাণের জন্য গাছ কাটার বিষয়ে আমাকে কিছুই জানায়নি। যদি গাছ ও মাটি কাটা হয়ে থাকে তবে তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়া হবে।