হোম > ছাপা সংস্করণ

গম কাটায় ব্যস্ত কৃষক

বালিয়াডাঙ্গী (ঠাকুরগাঁও) প্রতিনিধি

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে গম কাটা-মাড়াইয়ের কাজ শুরু হয়েছে। চৈত্রের প্রখর রোদে শ্রমিকদের নিয়ে কৃষক-কৃষাণীরা ব্যস্ত সময় পার করছেন। চলতি মৌসুমে আবহাওয়া অনুকূল থাকায় গমের ফলন ভালো হয়েছে। এ ছাড়া দামও ভালো পাচ্ছেন চাষিরা।

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানায়, চলতি মৌসুমে উপজেলায় ১১ হাজার ৫০০ হেক্টর জমিতে গম চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। যা গত বছরের তুলনায় ৫০০ হেক্টর কম। তবে কৃষকেরা বলছেন, বাস্তবে গম আবাদের পরিসংখ্যান আরও কম। কারণ বেশির ভাগ কৃষক গম আবাদ ছেড়ে ভুট্টাসহ অন্য ফসলের দিকে ঝুঁকছেন।

উপজেলার রুপগঞ্জ গ্রামের সরিফুল ইসলাম জানান, তিন বিঘা জমিতে গম আবাদে খরচ করেছেন ২৪ হাজার টাকা। আর গম কেটে বাজারে বিক্রি করেছেন ৪২ হাজার টাকা। গমের দাম পেয়ে খুশি তিনি।

মিস্ত্রিপাড়া গ্রামের নারী শ্রমিক আঞ্জুয়ারা বেগম বলেন, ‘২৮০ টাকা মজুরিতে গম কাটার কাজ করছি। গম কাটার পর বাড়িতে পৌঁছে দেওয়ার কাজ করি। মেশিনের মাধ্যমে মাড়াইও করা হয়।’

কৃষকেরা জানান, প্রতি বিঘা জমিতে গম আবাদে ব্যয় হয়েছে ৬ থেকে ৮ হাজার টাকা। গমের ফলন হয়েছে প্রতি বিঘায় ১৪ থেকে ১৬ মণ। প্রতি মণ গমের বাজার মূল্য ৯৫০ থেকে ১ হাজার ১০০ টাকা।

উপজেলা কৃষি কর্মকর্তা কর্মকর্তা সুবোধ চন্দ্র রায় বলেন, ‘প্রাকৃতিক দুর্যোগ না থাকায় গমের কোনো ক্ষতি হয়নি উপজেলায়। বাজারেও ভালো দাম রয়েছে। শ্রমিক সংকট দূর করতে প্রযুক্তির ব্যবহার করে গম কাটা মাড়াইয়ের ব্যবস্থা করা হয়েছে।’

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ