পাইকগাছা প্রতিনিধি
পাইকগাছায় রওশন আলী গাইন (৫০) নামে এক ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের মৃত আহম্মদ আলী গাইনের ছেলে। এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।
মৃতের স্ত্রী রাবেয়া খাতুন জানান, গতকাল রোববার দুপুরে আমার স্বামী খাওয়াদাওয়া শেষে নিজ ঘরে দরজা দিয়ে ঘুমিয়ে ছিলেন। বেলা ২টার দিকে ডাকাডাকি করলে সাড়া না দেওয়ায় জানালা দিয়ে দেখি ঘরের আড়ার সঙ্গে ঝুলে রয়েছেন।